সিলেটে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৩, ৫:৪৩:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সারা দেশের মতো সিলেটেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। দিনব্যাপী পৃথক কর্মসূচিতে বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন শান্তি প্রতিষ্ঠায় নিবেদিত ছিলেন। ছাত্রজীবনে কলকাতায় ভয়াল দাঙ্গার মধ্যে জীবন বাজি রেখে অসহায় বিপন্ন মানুষের সাহায্যে নিজেকে নিবেদিত করেন। সেই পথ ধরে এখনো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
উইমেন্স মেডিকেল কলেজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল রোববার সকালে হাসপাতালে রক্তদান কর্মসূচী শেষে কলেজ কনফারেন্স রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: ফজলুর রহিম কায়সারের সভাপতিত্বে ও ডা: ইসফাক জামান সজিবের পরিচালনায় বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ডা: জি এম মনিরুল ইসলাম, কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডা: শাহানা ফেরদৌস চৌধুরী ,অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম ভুইঁয়া, অধ্যাপক ডাঃ মোঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী, উপপরিচালক চর্ম ও যৌন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ হিমাংশু শেখর দাস।
আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ রিনা আক্তার, অধ্যাপক ডাঃ মাসুকুর রহমান, অধ্যাপক ডাঃ মোঃ আল মোহাইমিন সোহেল, সহকারী পরিচালক ডা: তাহফীম আহমদ রিফাত, সহকারী পরিচালক ডাঃ আবু তারেক রাসেল প্রমুখ ।
এমসি কলেজ : এমসি কলেজ প্রতিনিধি জানান, যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। গতকাল রোববার কলেজের বঙ্গবন্ধু মুরালে পুস্পস্তবক অর্পণ ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচির শুরু হয়। পরে এমসি কলেজ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরবরাহকৃত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এমসি কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোছাম্মৎ জেবিন আক্তারের সঞ্চালনায় প্রামাণ্যচিত্রের উপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী। সভাপতির বক্তব্যে প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, এই শান্তি পদককে বলা হতো নোবেল পুরস্কারের সমমর্যাদার পুরষ্কার। এই পুরস্কার বঙ্গবন্ধু সহ বিশ্ববরেণ্য ব্যক্তিরাই পেয়েছিলেন।
এসময় বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর মো. শামছ উদ্দিন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আরিফুর রহমান, অর্থনীতি বিভাগের প্রভাষক নিকসন দাস প্রমুখ। সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামান ও গীতা পাঠ করেন রসায়নবিদ্যা বিভাগের প্রভাষক সুজন তালুকদার। সভায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ‘যদি রাত পোহালে শোনা যেত’ গান পরিবেশন করেন কলেজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। শেষে কলেজে প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা : ফেঞ্চুগঞ্জ থেকে সংবাদদাতা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলি ও কুরি’ শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, জেলা পরিষদ সদস্য নাহিদ হাসান চৌধুরী, উপজেলা প্রকৌশলী শেখ আজিমুর রশীদ, মাইজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান জুবেদ আহমদ চৌধুরী শিপু, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের তৈয়বুর রহমান শাহীন, অফিসার ইনচার্জ (তদন্ত) দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার শফিক উদ্দীন। ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের পরিচালনায় আলোচনায় অংশ নেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা ফখরুল ইসলাম, পবিত্র গীতা থেকে পাঠ করেন শিক্ষিকা মীরা ভট্টাচার্য। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিশ্বম্ভরপুর উপজেলা : বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলি ও কুরি’ শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। গতকাল রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। শিক্ষক অঞ্জন কুমার দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, সাবেক উপজেলা কমান্ডার মো. আপ্তাব উদ্দিন। সভা শেষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আজমিরীগঞ্জ উপজেলা : আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে র্যালি বের করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুর্তজা হাসান।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাসুক আলী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা একরাম হোসেন, উপ-সহকারী প্রকৌশলী জাফর ইকবাল, আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক জীবন চন্দ্র চন্দ।
কমলগঞ্জ উপজেলা : কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে সংবাদদাতা জানান, কমলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
প্রধান শিক্ষক মোসাহীদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া প্রমুখ। আলোচনা সভার পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।