জাপার বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক কমিটির সভায় কাজী মামুন
মাহবুবুর রহমান চৌধুরীকে সিলেট-২ আসনে কাজ করার আহবান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৩, ৬:০৭:৫৮ অপরাহ্ন

বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের মুখপাত্র ও জাতীয় পার্টির বিভাগীয় সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক কাজী মামুনুর রশীদ মামুন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির ১০ম সম্মেলন সফল করার লক্ষ্যে একযোগে কাজ করার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী করার আহবান জানিয়েছেন। গত শুক্রবার বিকেলে সিলেট নগরীর উপশহরস্থ একটি ভিআইপি হলরুমে জাতীয় পার্টির সিলেট বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জাতীয় পার্টি সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান সমন্বয়ক সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধার সভাপতিত্বে ও জাতীয় পার্টি নেতা এডভোকেট মো. আবু ছালেহ চৌধুরীর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন-জাতীয় পার্টি সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের টিমের সদস্য মুজিবুর রহমান ডালিম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির ১০ম সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক গোলাম সরোয়ার মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক ছাত্রনেতা ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান টিটু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য সৈয়দ পীরজাদা জোবায়ের আহমদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য শাহ জামাল রানা, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ইসরাফিল মিয়া।
বক্তব্য রাখেন-জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মো. ইউসুফ সেলু, বি-বাড়িয়া জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এডভোকেট হেলাল, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহবায়ক এনামুল হক, যুগ্ম আহবায়ক প্রভাষক মোতাহের হোসেন ও ডাঃ রুবেল আহমদ, হায়দর আলী, জাতীয় পার্টি হবিগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুরাদ আহমদ, যুগ্ম আহবায়ক এম কাইয়ুম, জাতীয় পার্টি নেতা আব্দুল আহাদ, সুহেল আহমদ, গিয়াস উদ্দিন, হায়দর আলী, রোজিনা আক্তার, হাবিবা আক্তার জেসি, মৌলানা বশির উদ্দিন, অধ্যক্ষ মোখলেছুর রহমান, মাজুল আহমদ মাসুম, মুশাহিদ আলম চৌধুরী, মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি মৌলভী আবুল কালাম দুলাল, সিলেট সদর উপজেলার আহবায়ক মো. সেলিম আহমদ, জাতীয় পার্টি নেতা সুমন আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি