সুনামগঞ্জে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকি-এর চুরি যাওয়া টাকা ও ল্যাপটপসহ গ্রেফতার ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৩, ৬:০৯:৪৩ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জে ডাচ্ বাংলা ব্যাংকের মঙ্গলকাটা এজেন্ট ব্যাংকিং-এ চুরি যাওয়া টাকা ও ল্যাপটপসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ। গ্রেফতারকৃতরা হচ্ছে, ওই এজেন্ট ব্যাংকিং অফিসের আউটলেট রিলেশনশিপ অফিসার সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরিগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে সোহেল রানা ও একই গ্রামের জিন্নত আলীর ছেলে আলী আজগর। পুলিশ সুপার ব্রিংফিংয়ে জানান, গত ২৫ মে দিবাগত রাতে সদর উপজেলার মঙ্গলকাটা বাজারে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অফিস থেকে চোরেরা সাড়ে ৯ লাখ টাকা, অফিসে ব্যবহৃত এইচপি একটি ল্যাপটপ, অফিসের ভেতরের সিসি ক্যামেরার ডিভিআর নিয়ে যায়।
এ খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ অভিযানে নামে। গত ২৭ মে পুলিশ অভিযান চালিয়ে ওই এজেন্ট ব্যাংকের আউটলেট রিলেশনশিপ অফিসার সোহেল রানাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে সোহেল রানা চুরির ঘটনার কথা স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে আলী আজগরকে আটক করা হয় এবং সোহেল রানার নির্মাণাধীন বিল্ডিং-এর ভেতর মাটির নীচ থেকে নগদ পাঁচ লাখ চুরানব্বই হাজার টাকা, চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে গতকাল রোববার সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। প্রেসব্রিফিংকালে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি নন্দন কুমার ধর, সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীসহ পুলিশ কর্মকর্তারা।