হযরত শাহজালাল (রঃ) মাজারের পেছনে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৩, ৬:১২:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল (রঃ) দরগাহ মাজারের পেছনের গেইটের পাশে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে গতকাল রোববার বিকেল ৪টার দিকে গিয়ে লাশটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর। নাম-ঠিকানা পাওয়া যায়নি। মাজার ও আশপাশে ভবঘুরের মতো থাকতেন ওই ব্যক্তি। লাশে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশটি ময়না তদন্ত শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হবে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি ।