মাধবপুরে শিক্ষক স্ত্রীর সঙ্গে হজে যাওয়া হল না স্বামীর ॥ মৃত্যুর সঙ্গে লড়ছেন স্ত্রীও
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৩, ৬:১৩:৪৭ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুরে শিক্ষিকা স্ত্রীকে নিয়ে পবিত্র হজে যাওয়া হল না ব ্যবসায়ী আব্দুল হালিমের। এর আগেই দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্বামী আব্দুল হামিদ (৫৪) নিহত হন ও স্ত্রী আন্দিউড়া সরকারি প্রাথমিক বিদ ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা বেগম গুরুতর আহত হন। গতকাল রোববার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের হাইওয়ে ইন হোটেল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আশংকাজনক অবস্থায় হালিমাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, আগামী ১৫ জুন আন্দিউড়া সরকারি প্রাথমিক বিদ ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা বেগম ও তার স্বামী ব ্যবসায়ী আব্দুল হামিদের পবিত্র হজ পালনে যাওয়ার কথা ছিল। গতকাল রোববার বিকেল ৪টার দিকে মাধবপুর শিক্ষা অফিসে কর্মরতদের সঙ্গে দেখা করে দোয়া নিয়ে মোটর সাইকেলে করে স্বামী-স্ত্রী আন্দিউড়া গ্রামে ফিরছিলেন।
ঢাকা-সিলেট মহাসড়কের হাইওয়ে ইন হোটেল এলাকায় পৌঁছুলে দ্রুতগতির একটি বিলাস বহুল বাসের ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী আব্দুল হামিদ ঘটনাস্থলে মারা যান। স্ত্রী শিক্ষিকা হালিমা বেগমকে পথচারীরা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।