প্রধানমন্ত্রী দেশের অনগ্রসর জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে বিভিন্ন প্রকল্প চালু করেছেন ——–হাবিবুর রহমান হাবিব এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৩, ৬:১৫:০২ অপরাহ্ন

দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সুখী, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল জাতি গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এই সুযোগ-সুবিধা জনগণ ভোগ করতে পারায় দেশ এখন এগিয়ে যাচ্ছে।
তিনি ছাগল বিক্রি না করে যতœ সহকারে লালন-পালন করে নিজে এবং পরিবারকে স্বাবলম্বী করার আহব্বান জানান। গতকাল রোববার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৪০টি পরিবারকে দু’টি করে ৮০টি ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার নূসরাত লায়লা নীরা’র সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফিরোজা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক জাহেদ আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা আতিকুল হক শিপন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রুহুল ইসলাম, মনজুর আলী, এম জাবেদ আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি