ফিলিং স্টেশনে হামলাকারীরা গ্রেফতার না হলে রোববার থেকে ধর্মঘটের আল্টিমেটাম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৩, ৬:১৭:১৮ অপরাহ্ন
ডাক ডেস্ক: শহরতলীর পীরেরবাজারে আর রহমান এন্ড সন্স সিএনজি ফিলিং স্টেশনে হামলার সাথে জড়িতদের গ্রেফতার দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের আল্টিমেটাম দিয়েছেন সিলেটের জ্বালানি ব্যবসায়ীরা। সিলেট বিভাগ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন, সিএনজি ফিলিং স্টেশন এসোসিয়েশন ও ট্যাংক লরি অ্যাসোসিয়েশনের যৌথ সভায় রোববার রাতে এ সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী বুধবার নগরীতে ট্যাংক লরি মিছিল বের করার সিদ্ধান্ত হয়। সভায় শাহপরান থানার ওসি মো. আবুল খায়েরের প্রত্যাহারও দাবি করা হয়। বৈঠকের বরাত দিয়ে সিলেট বিভাগ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী সিলেটের ডাককে এ তথ্য জানিয়েছেন।
গত শুক্রবার সকাল ৭টার দিকে ওই ফিলিং স্টেশনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ীরা তাৎক্ষণিক প্রতিবাদ সভা করে ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। এরপর রোববার সন্ধ্যায় নগরীর উপশহরে বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের কার্যালয়ে এক সভায় মিলিত হন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সিএনজি স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী। সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিরাজুল হোসেন আহমদ আলমগীর, হমায়ূন আহমদ, কামাল উদ্দিন, আলী আহমদ, এনামুল হক রুবেল, নূরুল ওয়াছে আলতাফী, আলী আফছার মো. ফাহিম, মনিরুল ইসলাম, হাজী হোসেন আহমদ, হুরাইয়রা ইফতার হোসেন, লোকমান আহমদ মাছুম, মুশফিকুর রহমান চৌধুরী সাহেদ, আব্দুল মুমিন, জুবের আহমদ খোকন, সানোয়ার আলী, আফজল আহমদ, অশোক রঞ্জন দাস, ফখরুল ইসলাম, ফয়জুল ইসলাম, ফরহাদ আলী ইমন, জন রাস, মনির হোসেন, কাওছার আহমেদ, রফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুছ তালুকদার, ইকবাল মিয়া, আজিজ মিয়া, রাজন মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পেট্রোল পাম্পে হামলার পর ব্যবসায়ীরা অনেকটা নিরাপত্তাহীন। এ বিষয়ে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর জোরালো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। যে কারণে তারা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছেন। এদিকে, এ ঘটনার পরদিন শনিবার অমিত কান্তি দে হিপলু বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, শাহপরান থানার রুস্তমপুর দিগন্ত এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে আহমদ উদ্দিন সাজন (৩০), একই এলাকার সুজ্জাদ মিয়ার ছেলে মো. খালেদ (২৮), চকগ্রাম এর মৃত নুরুল ইসলামের ছেলে হাছান আহমদ (২৬), বটেশ্বর এলাকার জালালনগর এর দিকজয় ধর এর ছেলে সৈকত ধর (২৭) এবং দাসপাড়া এলাকার জাহাঙ্গীর (২৬)।