জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৩, ৮:১২:৩৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে কতিপয় বিপথগামী সেনা সদস্যদের হাতে নির্মমভাবে প্রাণ হারান তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল নাম। ১৯৭১ সালের উত্তাল মার্চে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে তিনি দেশবাসীর হৃদয়ে স্থান করে নেন। নয় মাসব্যাপী যুদ্ধে দেশকে শত্রুমুক্ত করতে তার ভূমিকা ছিল অনন্য সাধারণ। পঁচাত্তরের রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি স্বার্থান্বেষী দেশবিরোধী চক্রের রোষানলে পড়ে গৃহবন্দি হয়ে পড়েন। ওই বছরের ৭ নভেম্বর সিপাহী-জনতা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে তাকে মুক্ত করে আনে। তারপর নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে ১৯৭৭ সালে তিনি অধিষ্ঠিত হন রাষ্ট্রনায়কের পদে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন তিনি। শাসকের আসনে অধিষ্ঠিত হয়ে তিনি তার ক্ষমতা, শ্রম ও মেধাকে নিয়োগ করেন সমৃদ্ধ গণতান্ত্রিক বহুদলীয় গণতন্ত্রের দেশ হিসেবে আধুনিক বাংলাদেশের ভাবমূর্তি গড়ে তুলতে। তার সূচিত খাল খনন, কৃষি উন্নয়ন কর্মসূচি, গ্রাম সরকার পদ্ধতি দেশ-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়। মাত্র ৪ বছরের মাথায় ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী সেনা সদস্যদের হাতে তিনি প্রাণ হারান।
আজ সেই নৃশংস ঘটনার স্মৃতি জাগানিয়া দিন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সভা, সমাবেশ, র্যালি, মিলাদ, দোয়া মাহফিল ইত্যাদি।
মহানগর বিএনপির আলোচনা সভা আজ
বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২দিনের কর্মসূচি ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি।
কর্মসূচির মধ্যে আজ মঙ্গলবার বেলা ৩টায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল বুধবার বাদ জোহর নগরীর বিভিন্ন এতিমখানায় দুপুরের রান্না করা খাবার বিতরণ করা হবে।
দুইদিনের পৃথক কর্মসূচিকে সফল করার জন্য সিলেট মহানগর বিএনপি এবং মহানগর অঙ্গ ও সহযোগী সংগঠন, ৪২টি ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।