সন্ত্রাসী রাজুর যন্ত্রণায় অতিষ্ঠ শাহী ঈদগাহ এলাকার লোকজন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৩, ৯:০৯:১৭ অপরাহ্ন
এবার তার নেতৃত্বে ৫নং ওয়ার্ড আ’লীগ নেতা পাপ্পুকে হত্যার চেষ্টা
স্টাফ রিপোর্টার : সন্ত্রাসী ইশতিয়াক আহমদ রাজু ও তার সহযোগীদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন নগরীর বৃহত্তর শাহী ঈদগাহ এলাকার লোকজন। এবার সে ও তার সহযোগীদের হাতে ছুরিকাহত হয়েছেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু। গত রোববার রাত ১১টার দিকে শাহী ঈদগাহ আল্লাহু চত্বর এলাকায় হামলার শিকার হন এ আওয়ামী লীগ নেতা। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ২০২২ সালের ৪ নভেম্বর ওই এলাকায় রাজুর হাতে ছুরিকাহত হন সাংবাদিক দিপু সিদ্দিকীর সহোদর লিয়াকত লিপু (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ১১টার দিকে নগরীর শাহী ইদগাহ আল্লাহু পয়েন্টে সামনে দাঁড়ানো ছিলেন আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান পাপ্পু। এ সময় হঠাৎ রাজুর নেতৃত্বে চার-পাঁচজন যুবক অতর্কিত হামলা চালায়। এসময় তার পেটে ও উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পাপ্পু দৌড়ে হাজারীবাগ এলাকায় যান। পরে স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যান। তার পেট ও উরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তা-ঘাটে প্রকাশ্যে অস্ত্র উচিয়ে রাজু চাঁদাবাজি-ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে। তার সন্ত্রাসী কার্যকলাপের কারণে সেখানকার ব্যবসায়ীরাও তটস্থ থাকেন।
এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) দেবাংশু দে জানান, সন্ত্রাসী রাজু ও লিমনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে মর্মে প্রত্যক্ষদর্শীরা তাদেরকে জানিয়েছেন। তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে। তবে, এ ঘটনায় এখনো থানায় কোন অভিযোগ দাখিল হয়নি বলে জানান তিনি।
এদিকে, আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান পাপ্পুকে দেখতে রোববার রাতেই হাসপাতালে ছুটে যান সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি আমিনুর রহমানের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত¦না দেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সাবেক ছাত্রলীগ নেতা পাপ্পু তার প্রচারকাজ চালানোর সময় সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা চালায়। হামলাকারীদের গ্রেফতার ও চিহ্নিত করতে তিনি সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন।
সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ জানান, একাধিক ছিনতাই মামলার আসামী, ছাত্রদল সন্ত্রাসী রাজুর নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, ইশতিয়াক আহমদ রাজু বেশ কয়েকটি মামলা আসামি। সে উচ্ছৃঙ্খল প্রকৃতির। সে প্রায়শ গ্রেফতার হয়। আবার জেল থেকে ছাড়া পেয়ে ফের সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হয়।
শাহী ঈদগাহ এলাকার বাসিন্দারা সন্ত্রাসী রাজুর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।