রুস্তুমপুর কলেজের শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৩, ৯:১২:১১ অপরাহ্ন
গতকাল সোমবার দৈনিক সিলেটর ডাক এর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘এমপিওভুক্তি নিয়ে বিপাকে রুস্তুমপুর কলেজের ৭ শিক্ষক’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন কলেজ গভর্নিংবডির সভাপতি এডভোকেট মোঃ জামাল উদ্দিন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: সোলেমান উদ্দিন। তারা এক প্রতিবাদলিপিতে উল্লেখ করেন, প্রকাশিত সংবাদটি কিছুস্যংখক ব্যক্তির পক্ষে প্রকাশিত হয়েছে। এতে পরিবেশিত তথ্য মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে কতিপয় শিক্ষক ভুয়া কাগজ সৃজন করে চাকুরি ভাগিয়ে নিতে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছেন। সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান।
প্রতিবেদকের বক্তব্য: সংবাদটি ভুক্তভোগী শিক্ষকদের সংশ্লিষ্ট দপ্তরের প্রদত্ত লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরিবেশন করা হয়েছে। এতে প্রতিবেদকের নিজস্ব কোন বক্তব্য নেই।-বিজ্ঞপ্তি