মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম’র কর্মশালায় বক্তারা
রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত সিলেট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৩, ৫:০০:০০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : রাজনৈতিক সম্প্রীতি বিষয়ক কর্মশালায় বক্তারা বলেছেন, সিলেট হচ্ছে রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত। সকল রাজনৈতিক দলের সদিচ্ছা ও আন্তরিকতায় এই ঐতিহ্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে সেই প্রত্যাশা সকলের। সারা দেশের জন্য এটি মডেল হতে পারে বলেও মন্তব্য করেন বক্তারা।
ডেমক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় ও মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম সিলেটের আয়োজনে গতকাল মঙ্গলবার নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত কর্মশালায় বক্তারা আরো বলেন, রাজনীতি তথা সকল ক্ষেত্রে সম্প্রীতি বজায় রাখতে পরমত সহিঞ্চুতার বিকল্প নেই। সেই সাথে রাজনৈতিক স্থিতিশীলতা ও সম্প্রীতির জন্য সাংবাদিকদের দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব আরোপ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন বলেও বক্তারা উল্লেখ করেন।
মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম সিলেটের সভাপতি ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এটিএমএ হাসান জেবুলের সভাপতিত্বে ও ফেরামের সাধারণ সম্পাদক এবং সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মোরশেদ আহমদ মুকুলের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন ফোরাম’র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী, ফোরাম’র সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান চৌধুরী জগলু, কোষাধ্যক্ষ এডভোকেট তারান্নুম চৌধুরী প্রমুখ।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডেমক্রেসি ইন্টারন্যাশনালের সিলেট রিজিওনাল ম্যানেজার রহিমা বেগম। কর্মশালায় সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন। কর্মশালায় অংশ গ্রহণকারীগণ পাঁচটি দলে বিভক্ত হয়ে গ্রুপ ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন।