তিন দিনের ব্যবধানে জামালগঞ্জে আবারো খুন ॥ আটক ৪ জন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৩, ৫:০৬:৩১ অপরাহ্ন
জামালগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় তিনদিনের ব্যবধানে আবারো খুনের ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার উত্তর ইউনিয়ন এর উত্তর কামলাবাজ (ধানুয়াখালি) গ্রামে এ খুনের ঘটনা ঘটে। খুন হওয়া ব্যক্তি নূর মিয়া (৪৭)। পারিবারিক জায়গা সংক্রান্ত বিষয়ের জের ধরে তাকে খুন করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, আসামিদের দেশীয় অস্ত্রের আঘাতে নূর মিয়া গুরুতর আহত হয়ে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সংবাদ পেয়ে হাসপাতালে যায়। সেখানে নূর মিয়ার সুরতহাল সম্পন্ন হয়।
এ ব্যাপারে মৃতের পুত্র মো. সুজন মিয়া বাদী হয়ে জামালগঞ্জ থানায় ৬ জনকে আসামি ও আরও কয়েকজনকে অজ্ঞাত রেখে একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর ১২- তারিখ ৩০/০৫/২০২৩ ইং)। মামলার বাদী মো. সুজন মিয়ার তথ্য মতে মোছা. তহুরা বেগম (২৭), তাজুল ইসলাম (৪৮), আলী আক্কাস (২৪) ও আলমগীর হোসেন (৩২) কে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়। অপর দুই আসামি হচ্ছে ইকবাল হোসেন (৩০) ও শহর বানু (৪৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জুলহাস উদ্দিন জানান, প্রাথমিকভাবে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের জানান, বাড়ির জমি সংক্রান্ত জেরে খুনের ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আসামী ধরতে আমার ফোর্সসহ সরেজমিনে এখনো অবস্থানে আছি।
জামালগঞ্জ-তাহিরপুর সার্কেল এএসপি মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, কয়েকদিনের ব্যবধানে জামালগঞ্জে ২টি খুন হয়েছে, যা পারিবারিক ও অভ্যন্তরীণ। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ও মামলা হয়েছে ।