॥পেট্রোল পাম্পে হামলা নগরীতে ট্যাংক লরি মিছিল আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৩, ৫:১১:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট শহরতলীর পীরেরবাজারে আর রহমান এন্ড সন্স সিএনজি ফিলিং স্টেশনে হামলার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে আজ বুধবার নগরীতে ট্যাংকলরি মিছিল কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকায় মিছিলটি বের হবে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হবে। সিলেট বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
আন্দোলনকারীদের দাবি-দাওয়ার মধ্যে রয়েছে-পেট্রোল পাম্প, সিএনজি ফিলিং স্টেশন, মালিক ও শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত, শাহপরান থানার ওসিকে প্রত্যাহার, ফিলিং স্টেশন ও ট্যাংকলরি থেকে চাঁদাবাজি বন্ধ। এসব দাবি মানা না হলে আগামী রোববার সকাল ৬টা থেকে পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, ট্যাংক লরি ও এলপিজি স্টেশনে কর্মবিরতি।
সিলেট বিভাগ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী বলেন, পেট্রোল পাম্পে হামলার পর ব্যবসায়ীরা অনেকটা নিরাপত্তাহীন। ফিলিং স্টেশনে হামলাকারীরাও এখনো গ্রেফতার হয়নি। যে কারণে তারা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছেন।
এদিকে, এ ঘটনার পরদিন শনিবার অমিত কান্তি দে হিপলু বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, শাহপরান থানার রুস্তমপুর দিগন্ত এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে আহমদ উদ্দিন সাজন (৩০), একই এলাকার সুজ্জাদ মিয়ার ছেলে মো. খালেদ (২৮), চকগ্রাম এর মৃত নুরুল ইসলামের ছেলে হাছান আহমদ (২৬), বটেশ্বর এলাকার জালালনগর এর দিকজয় ধর এর ছেলে সৈকত ধর (২৭) এবং দাসপাড়া এলাকার জাহাঙ্গীর (২৬)। তারা সকলেই ছাত্রলীগের কর্মী।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সিসিটিভি ফুটেজ দেখে ৫ জনকে প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। সাজন, খালেদ, হাছান, সৈকত ধর ও জাহাঙ্গীর এর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন বাদী। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।