বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যানের অভিনন্দন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৩, ৫:১২:৩০ অপরাহ্ন
ডাক ডেস্ক : দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হওয়ায় অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী।
টানা দ্বিতীয়বারের মতো আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় এক বার্তায় অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে অভিনন্দন জানিয়ে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. রাগীব আলী বলেন, দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাঁর নেতৃত্বে উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তন এবং বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও সুনির্দিষ্ট হবে, সেইসাথে নানামুখী পদক্ষেপ বাস্তবায়নে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন গতিশীল হবে।
এই নতুন পদযাত্রায় তাঁর সার্বিক সাফল্য কামনা করে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান।