অনুমতি ছাড়া কর্মসূচি পালন করতে পারবে না জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৩, ৫:১৬:১৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নির্বাচন কমিশন ঘোষিত অনিবন্ধিত দল জামায়াতে ইসলামী। তাই কর্মসূচি পালন করতে হলে তাদের অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) মিলনায়তনে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ‘বীর মুক্তিযোদ্ধা ঈদ পুনর্মিলনী ২০২৩’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।
জামায়াতে ইসলামীর চার নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কাছে তাদের গোপন বৈঠকের তথ্য থাকায় চার নেতাকে আটক করা হয়। তবে এ বিষয়ে পরবর্তীতে ভুল বোঝাবুঝির অবসান হওয়ায় ছেড়ে দেয় পুলিশ।
তবে জামায়াতের সেই গোপন বৈঠকে নাশকতার কোনো পরিকল্পনা পুলিশ জানতে পেরেছে কি না সেই তথ্য জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, জামায়াতের মতো অনিবন্ধিত দলকে কর্মসূচি পালন করতে হলে অবশ্যই পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হবে।