গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় দরকার তত্ত্বাবধায়ক সরকার ——–মির্জা ফখরুল ইসলাম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৩, ৫:২০:১২ অপরাহ্ন

ডাক ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। যারা জোর করে ক্ষমতায় বসে আছে তারা অনির্বাচিত। তাদের পরাজিত করতে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য দরকার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। যা প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন শুরু করেছি।’
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
তিনি বলেন, ‘গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছে বর্তমান সরকার। তার সন্তান তারেক রহমান আজ প্রবাসে নির্বাসিত জীবনযাপন করছেন। ৩৫ লাখ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হযরানি ও তাদের দমন করার চেষ্টা করা হচ্ছে। এ সময়ে আমাদের এ নেতার শাহাদাত বার্ষিকী নতুন করে প্রেরণা জোগাবে। নতুন করে শপথ নিয়েছি হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করব।’
সব ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার করে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র নির্মাণে একটি সরকার প্রতিষ্ঠা করা হবে। আমরা এ শপথ এখান থেকে নিয়েছি বলে জানান তিনি।