স্মার্ট নগরী গড়তে নৌকায় ভোট দিন: জগলু চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৩, ৬:১০:৪১ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে গতকাল মঙ্গলবার ৩৩ নং ওয়ার্ডের কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট ভোটকেন্দ্রের এক কর্মিসভা স্থানীয় কল্লগ্রামে অনুষ্ঠিত হয়। আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা ফখরুল ইসলাম দুলু, এটিআই ভোট কেন্দ্রের আহ্বায়ক আব্দুল খালিক, সদস্য সচিব হাজী জওয়াইদ আলী, শাহীন ক্যাডেট স্কুল ভোট কেন্দ্রের আহ্বায়ক যুবলীগ নেতা বদরুল ইসলাম, হাজী আজিজুর রহমান প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের আহ্বায়ক আবুল কালাম নুর, শাইস্তা মিয়া, আব্দুল মতিন প্রমুখ। সভায় ওয়ার্ডের সকল পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জগলু চৌধুরী স্মার্ট নগরী গড়তে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি