নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করতে বাবুল’র আহবান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৩, ৫:২০:০৭ অপরাহ্ন
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করতে আহবান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল। গত মঙ্গলবার জাতীয় পার্টি সিলেট মহানগর শাখার সদস্য সচিব আব্দুশ শহিদ লস্কর বশির স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ আহবান জানান। নজরুল ইসলাম বাবুল জাতীয় পার্টির নেতাকর্মীসহ সমর্থক, শুভাকাক্সক্ষী ও স্বজনদের উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচনী
আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা যাবেনা। আমাদের আচরণ যেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মনে কষ্ট না দেয়-সেদিকে লক্ষ্য রেখে সবাইকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, নির্বাচনী কর্মতৎপরতা যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে না যায়-সেদিকে সবাইকে খেয়াল রেখে কাজ করতে হবে। ব্যানার-পোস্টার সাঁটানো থেকে শুরু করে লিফলেট বিতরণ, জনসভা, গণসংযোগ অর্থাৎ যাবতীয় কাজ যেনো নির্বাচনী আচরণবিধি মেনে করা হয়। সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি আহবান জানান।-বিজ্ঞপ্তি