প্রকৌশলী আব্দুর রহিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৩, ৪:৫৪:২৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট গণপূর্ত বিভাগের প্রকৌশলী মো. আব্দুর রহিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তিনি সিলেট গণপূর্ত উপ-বিভাগ-৩ এর উপ-সহকারী প্রকৌশলী। গত ১৩ মে তার স্ত্রী আকলিমা বেগম কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন (মামলা নং ২৪ তারিখ- ১৩/০৫/২০২৩)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৭ এপ্রিল ৪ লাখ টাকা দেনমোহরে মো. আব্দুর রহিমের সঙ্গে আকলিমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর মো. আব্দুর রহিম ব্যবসার কথা বলে আকলিমার ভাইয়ের কাছে টাকা ধার চান। বোনের সুখের কথা ভেবে আকলিমার ভাই রহিমকে ১২ লাখ টাকা ধার দেন। সেই টাকা ফেরত চাইলে ৪ লাখ টাকা ফেরত দেন। বাকি টাকা চাইলে রহিম দাবি করেন, তিনি ইঞ্জিনিয়ার হিসেবে বিয়ের জন্য ২০ লাখ টাকা যৌতুক পান। একপর্যায়ে রহিম ৫ লাখ টাকা যৌতুক এনে দেয়ার জন্য আকলিমাকে নির্যাতন শুরু করেন। তাতে রাজি না হলে গত ১২ মে সবজি কাটার ছুরি দিয়ে আকলিমাকে জখম করেন ও লাঠি দিয়ে মারপিট করে ঘরের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন রহিম। এ সময় তিনি জরুরি সেবা ৯৯৯-এ কল করলে কোতোয়ালি পুলিশ তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠায়। আর চিকিৎসা শেষে তিনি প্রকৌশলী মো. আব্দুর রহিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার বিষয়ে জানতে মোবাইল ফোনে কল করলে মামলায় অভিযুক্ত মো. আব্দুর রহিম জানান, মামলা আদালতে বিচারাধীন আছে। আদালতেই এর ফয়সালা হবে বলেও জানান তিনি।