ছাতক ও গোলাপগঞ্জে পৃথক হামলায় যুবক ও বৃদ্ধ নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৩, ৪:৫৯:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ছাতক ও গোলাপগঞ্জে পৃথক হামলার ঘটনায় যুবক ও বৃদ্ধ নিহত হয়েছেন। ছাতকে ছোট ভাইয়ের দায়ের কোপে প্রাণ হারিয়েছেন বড় ভাই। এদিকে, গোলাপগঞ্জে ভাতিজাদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন বৃদ্ধ চাচা সিরাজ উদ্দিন।
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ছাতকের লক্ষ্মীপাশা গ্রামে আপন ছোট ভাইয়ের দায়ের কোপে প্রাণ হারিয়েছেন বড় ভাই জাহির মিয়া (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৩ মে রাতে নিজ বাড়িতে মানসিক ভারসাম্যহীন জুনেদ আহমদ হঠাৎ দা দিয়ে তার বড় ভাই জাহিরকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গ্রামের লোকজনের সহায়তায় গুরুতর আহত জাহির মিয়াকে সিলেট ওসমানীতে ভর্তি করিয়ে ৫-৬ বেগ রক্ত দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ১১টার দিকে মৃত্যুবরণ করেন জাহির মিয়া। ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ময়না তদন্ত শেষে গতকাল বুধবার বিকেলে জাহির মিয়ার লাশ তার নিজ গ্রাম লক্ষ্মীপাশায় নিয়ে আসা হয়। পরে বাদ মাগরিব জানাজা শেষে গ্রামের গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এদিকে, গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, গোলাপগঞ্জে ভাতিজার হামলায় প্রাণ হারিয়েছেন বৃদ্ধ চাচা সিরাজ উদ্দিন (৭৫)। গত ১ মার্চ রাতে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে সালিশ বৈঠক চলাকালীন ভাতিজাদের হামলায় গুরুতর আহত হন বৃদ্ধ চাচা সিরাজ উদ্দিন। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত সিরাজ উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী একাডুমা গ্রামের বাসিন্দা। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার।
থানা সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় নিহতের পুত্র জাকির আহমদ বাদী হয়ে দুইজনকে আসামী করে ৩ মার্চ রাতে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আজির উদ্দিনের ছেলে ছালেহ আহমদকে (৩৬) নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।