ফেসবুকে অপপ্রচার
সিলেটে ৫ দুবাই প্রবাসীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৩, ৫:০২:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও মানহানির দায়ে ৫ দুবাই প্রবাসীর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল সিলেট-এ ডিজিটাল নিরাপত্তা আইনে(ডিএসএ) মামলা হয়েছে। গোয়াইনঘাটের হাদারপার এলাকার বাসিন্দা মাহবুব আলম বাদী হয়ে গত ২৯ মে এ মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে গোয়াইনঘাট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী সন্তোষ কান্তি ভট্টাচার্য।
মামলার আসামীরা হলেন, মৌলভীবাজারে বড়লেখা উপজেলার বর্নি নোয়াগাঁও গ্রামের মিসবাহ আলমের পুত্র ফাহিম হোসাইন (২৪), সিলেটের ওসমানীনগর উপজেলার আতাউল্যা গ্রামের ফিরোজ আলীর পুত্র আনু মিয়া (২৬), গোলাপগঞ্জের বাগলা গ্রামের বশির উদ্দিনের পুত্র মাহিন তালুকদার (২৪), একই উপজেলার বাণীগ্রামের লুৎফুর রহমান হাফিজের পুত্র শাহরিয়ার ইসলাম আরিফ (২১) ও জৈন্তাপুর উপজেলার ময়নাহাটি নিজপাট গ্রামের তাহেরের পুত্র সানজিদ (২৩)।
মামলার বিবরণীতে গত ১৭ মে, ১৮মে এবং ২০মে ভিডিও প্রকাশ করে আরব আমিরাতের দুবাইয়ের সাতওয়া হতে আসামীদের ফেইসবুক আইডি হতে পোস্ট দিয়ে বাদীর বিরুদ্ধে অপপ্রচার ও মানহানির অভিযোগ আনা হয়। মামলার বিবরণীতে বাদী উল্লেখ করেন, আসামী ফাহিম হোসাইন ২০২২ সালের ২ জানুয়ারি তার কাছ থেকে ৩১৪০ দিরহাম (বাংলাদেশি টাকায় ৯৩ হাজার টাকা) ধার নেন। পরবর্তীতে আসামী ৭০০ দিরহাম পরিশোধ করলেও বাকি ২৪৪০ দিরহাম অবশিষ্ট থাকে। কিন্তু, বাকি অর্থ প্রদানে ফাহিম সময়ক্ষেপণ করতে থাকে। গত ২৮ জানুয়ারি বাদী আরব আমিরাত হতে দেশে ফেরার পর মোবাইল ফোনে টাকাগুলো প্রদানের জন্য ফাহিমকে অনুরোধ করেন। কিন্তু, পাওনা অর্থ পরিশোধ না করে ফাহিম গত ১৭ মে তার ফেইসবুক আইডি হতে ‘মিথ্যা ও বানোয়াট’ পোস্ট প্রদান করে। পরে তার সাথে অন্য আসামীরা অনুরূপ পোস্ট প্রদান করে। এর মাধ্যমে বাদী ও তার পরিবারের মানহানি করা হয়েছে বলে আর্জিতে উল্লেখ করা হয়।