সিলেটে প্রার্থীদের ব্যানার ফেস্টুন অপসারণে অভিযান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৩, ৫:১৩:৩৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : প্রতীক বরাদ্দের আগে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ব্যানার-পোস্টার- ফেস্টুন অপসারণে অভিযান পরিচালনা করেছে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস। গতকাল বুধবার সকাল থেকে মহানগরীর ৪২টি ওয়ার্ডে অভিযান পরিচালিত হয়।
সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান, নির্দেশনা ছিলো- মনোনয়ন দাখিলের শেষ দিন ২৩ মের মধ্যে সম্ভাব্য প্রার্থীরা নিজ দায়িত্বে নিজেদের সমর্থনে টানানো সকল ব্যানার-পোস্টার-ফেস্টুন অপসারণ করবেন। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডগুলো নিজ উদ্যোগে অপসরাণ করতে আমরা বার বার প্রার্থীদের বলে আসছি। সকল প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহের সময় আমাদের কাছে লিখিতভাবে অঙ্গীকার করেছেন যে- তারা নিজ উদ্যোগে এগুলো সরাবেন। এছাড়াও মহানগরের প্রতিটি ওয়ার্ডে আমরা মাইকিং করে প্রার্থীদের সতর্ক করেছি। এরপরও অনেকেই তা করেননি। তাই, প্রতীক বরাদ্দের আগে গতকাল বুধবার সকাল ১০টা থেকে মহানগরীর সবকটি ওয়ার্ডে ব্যানার-পোস্টার-ফেস্টুন অপসারণে অভিযান পরিচালনা করেছে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস। এর আগে গত ৫ মে কিছু ব্যানার-ফেস্টুন অপসারণ করে আঞ্চলিক নির্বাচন কার্যালয়।