কুলাউড়ায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত ওয়াটার উৎপাদন কারখানা সিলগালা ৭০ হাজার টাকা জরিমানা আদায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৩, ৫:১৪:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : কুলাউড়ায় বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ড্রিংকিং ওয়াটার উৎপাদন কারখানা সিলগালা করা হয়েছে। জব্ধ করা হয়েছে ৯৩ পিস নিষিদ্ধ স্ক্রীম। সেই সাথে সাতটি প্রতিষ্ঠান থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল বুধবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
অভিযানে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন প্যাকেজ ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বিক্রয়ের অপরাধে মাধবকুন্ড ড্রিংকিং ওয়াটারকে বিএসটিআই আইন অনুযায়ী ১৫ হাজার টাকা, ওজন ও পরিমাপ মানদন্ড আইনে আরো ৫ জরিমানাসহ ওই প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এছাড়া, তাহমিদ তানজিলা গিফট সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা, তারেক তানিম ডিপার্টমেন্টাল স্টোরকে ১০ হাজার টাকা, ফাহিম এন্ড পপি ডিপার্টমেন্টাল স্টোরকে ১০ হাজার টাকা, কুলাউড়া গিফট সেন্টারকে ১০ হাজার টাকা, আনোয়ার গিফট কর্ণারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও দক্ষিণ কুলাউড়া বাজারের মাছ, মাংস, সবজি ও মুদি দোকানের ওজন যন্ত্রের পরিমাপ যাচাই করা হয়। অভিযানে অন্যান্যের মধ্যে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সুমন, রাইসুল ইসলাম অংশগ্রহণ করেন। বিএসটিআই’র পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।