বাংলাদেশে আওয়ামী লীগের অধীনে আর কোন নির্বাচন নয় ———-নাছির উদ্দীন চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৩, ৩:২১:৫২ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা ঃ বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক এম পি নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে বিগত ১৫ বছর ধরে বাকশালী শাসন চলছে। বিনা ভোটের সরকার জাতির সকল অধিকার কেড়ে নিয়ে দেশটাকে লুটেপুটে খাচ্ছে। আওয়ামী লীগের অধীনে দেশে কোনো নির্বাচন হতে দেয়া যাবে না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে বিএনপির নেতৃত্বে যে আন্দোলন চলছে-তা অচিরেই বাস্তবায়িত হবে। আগামী জাতীয় নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে।’
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় দিরাই উপজেলা বিএনপির আয়োজনে দিরাই উপজেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতাউর রহমান বাদশার যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন দিরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালাল মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাব্বির মিয়া, সংবর্ধিত বিএনপি নেতা আতাউর রহমান বাদশা, মাসুক মিয়া, দিরাই উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, সাবেক সেক্রেটারি ফারুক সরদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজিব রশিদ চৌধুরী, গুলজার চৌধুরী, ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, ছাত্রনেতা মেহেদী হাসান চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে সংবর্ধিত বিএনপি নেতা আতাউর রহমান বাদশাকে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।