শাহজালাল বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক কাজে পেপারলেস কার্যক্রম শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৩, ৩:২২:৪৬ অপরাহ্ন
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক কাজে ডিজিটাল নথি (ডি-নথি) বা পেপারলেস কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘এটি আমাদের জন্য আনন্দের খবর। আমরা আনুষ্ঠানিকভাবে ডি-নথির যুগে প্রবেশ করলাম। ডি-নথি বাস্তবায়নের ফলে এখন থেকে পেপারলেস অফিস ব্যবস্থাপনা কার্যকর হবে। যা আমাদের বিশ্ববিদ্যালয়কে সত্যিকারের স্মার্ট ও ডিজিটাল বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও সকলের সহযোগিতায় আমরা আরো এগিয়ে যেতে চাই।’
অনুষ্ঠানে আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, ডি-নথি কার্যক্রম পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মাসুম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।