অন্যকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৩, ৩:৫৯:৫৬ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: শান্তিগঞ্জ উপজেলার ইশাকপুর গ্রামে দুই লন্ডন প্রবাসীর মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে গত এক সপ্তাহ থেকে দু’পক্ষে উত্তেজনা বিরাজ করছিলো।
এমন সময় প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন ইশাকপুর গ্রামের বুরহান উদ্দিন তেরাই (৪৫)। শান্তিগঞ্জ থানা পুলিশ তাকে আটক করেছে । সে দরগাপাশা ইউনিয়নের ইশাকপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র। গতকাল বৃহস্পতিবার ধৃত তেরাইকে আদালতে প্রেরণ করা হয়েছে। শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. খালেদ চৌধুরী বলেন, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষকে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টা করাসহ আগে থেকেই দেশীয় তৈরী পাইপগান নিজ হেফাজতে রাখায় বুরহান উদ্দিন তেরাই সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।