দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির শোকসভা
ব্যবসায়ী সামছুজ্জামান কর্মগুণে আজীবন বেঁচে থাকবেন — এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৩, ৪:০১:২১ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বহুগুণের অধিকারী ব্যবসায়ী ও রাজনীতিবিদ সামছুজ্জামান কর্মগুণে আজীবন সমাজে বেঁচে থাকবেন। যারা দেশ ও সমাজের কল্যাণে ভালো কাজ করেন-তাদেরকে মরণের পরও মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তেমনি গুণের অধিকারী ছিলেন সামছুজ্জামান। তাঁর জীবন আদর্শ অনুসরণ করে ব্যবসায়ীসমাজ কাজ করলে দেশ উপকৃত হবে।
গত বুধবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে হযরত শাহজালাল (রহ:) দরগাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে সমিতির সভাপতি মোঃ সামছুজ্জামান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুফতি নেহাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান দুদু’র পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক তাহমিন আহমদ, সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিটি কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, প্রাইম ব্যাংক দরগা গেইট শাখার ম্যানেজার তাজ উদ্দিন, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হক, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি শাহ আহমদুর রব, আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, বন্দরবাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোস্তাক আহমদ খান।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পায়রা সমাজকল্যাণ সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুম, দরগাবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা জাহাঙ্গীর আহমদ, সৈয়দ মুজিবুর রহমান, মোশাররফ হোসেন জাহাঙ্গীর, মুফতি আব্দুর খাবির, আনোয়ারুছ সাদাত, মুছাদ্দিকুন নবী ও সিতার মিয়া, জুনেদ আহমদ শওকত, লুৎফুর রহমান লিলু, মোঃ হেলাল মিয়া, আবুল খায়ের মোঃ মাহবুব, সৈয়দ খলিলুর রহমান কামরান, সাজিদুর রহমান, এ.এস.এম মোর্শেদ আহমদ টিপু, কামরুল ইসলাম, শহিদুল হক প্রমুখ।
সভা শেষে মরহুম সামছুজ্জামান, শায়খুল হাদীস মুহিব্বুল হক গাছবাড়ি ও শেখ মোঃ মকন মিয়া চেয়ারম্যান এর রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সমিতির ধর্ম ও সমাজসেবা সম্পাদক মাওলানা আশরাফুল হক। বিজ্ঞপ্তি