জেলা আওয়ামীলীগের প্রতিক্রিয়া
অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই প্রস্তাবিত বাজেটের লক্ষ্য
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৩, ৪:০৪:২৬ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ প্রস্তাবিত বাজেটকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। নেতৃবৃন্দ প্রস্তাবিত বাজেটকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে বড় ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে।
সম্প্রতি মূল্যস্ফীতি বাড়তে থাকলেও আগামী অর্থবছর গড় মূল্যস্ফীতির হার নির্ধারণ করা হয়েছে ৬ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, গত এপ্রিলে মূল্যস্ফীতির হার ৯ দশমিক ২৪ শতাংশ। আর ১২ মাসের গড় মূল্যস্ফীতির হার ৮ দশিমক ৬৪ শতাংশ।
আগামী অর্থবছরে বাজেট প্রণয়নের ক্ষেত্রে আটটি প্রধান চ্যালেঞ্জ নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে আমদানিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, তেল, গ্যাস ও সারের বিপুল ভর্তুকি প্রদান, রাজস্ব আহরণ বাড়ানো, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানোর মতো বিষয়গুলোকে মূল চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়।
সার্বিক দিক বিবেচনায় সিলেট জেলা আওয়ামী লীগ মনে করে বাহুল্য ব্যয় পরিহার করে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের মূল লক্ষ্য। প্রস্তাবিত বাজেট বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অভিমুখে এক ধাপ এগিয়ে যাওয়ার সুস্পষ্ট দিকনির্দেশনা।
আমরা আশাবাদী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে যে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে তার ধারা অব্যাহত রাখতে এবং আগামীতে বাংলাদেশের অর্থনীতির ভিত মজবুত করার পদক্ষেপের প্রতিফলন আমরা দেখতে পাব প্রস্তাবিত বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে।