এ বাজেট অর্থনীতির ভিত শক্তিশালী করবে – মহানগর আওয়ামী লীগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৩, ৪:০৭:৫৮ অপরাহ্ন

প্রস্তাবিত বাজেটকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
নেতৃবৃন্দ এক বিবৃতি বলেন, বাহুল্য ব্যয় পরিহার করে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই প্রস্তাবিত এ বাজেটের মূল লক্ষ্য। প্রস্তাবিত বাজেট বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অভিমুখে এক ধাপ এগিয়ে যাওয়ার সুস্পষ্ট দিক-নির্দেশনা।
নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদুরপ্রসারী নেতৃত্বে বাংলাদেশ যে অভাবনীয় সাফল্য অর্জন করেছে তা অব্যাহত থাকবে উল্লেখ করে বলেন, আগামীতে বাংলাদেশের শক্তিশালী অর্থনীতির ভিত গড়তে এই বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে তা সম্ভব হবে বলে আমরা মনেপ্রাণে বিশ্বাস করি।- বিজ্ঞপ্তি