দাম বাড়বে যেসব পণ্যের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৩, ৪:০৯:১৫ অপরাহ্ন
ডাক ডেস্ক ॥ নতুন অর্থবছরের বাজেট দিতে গিয়ে অর্থমন্ত্রী বিভিন্ন পণ্যের ওপর শুল্ক কর অথবা ভ্যাট বাড়ানোর প্রস্তাব করেছেন। ফলে লেখার কলম, ফেসিয়াল টিস্যু, টয়লেট টিস্যু, ন্যাপকিন টিস্যু, কিচেন টাওয়াল, সিমেন্ট, কাজু বাদাম, খেজুর, বাসমতি চাল, চশমা, এলপি গ্যাস সিলিন্ডার, প্লাস্টিকের পাত্র, অ্যালুমিনিয়ামের তৈজষপত্র, সিগারেট, জর্দা-গুল, বিদেশি টাইলস, বিলাসবহুল গাড়ি, সাইকেলের যন্ত্রাংশ, শিরিষ কাগজ, আঠা বা গ্লু, মাছের টুকরা, চিজ ও দই, চা-কফিমেট, মোবাইল ফোনসহ বেশকিছু নিত্যব্যবহার্য পণ্যের দাম আগামীতে বাড়তে পারে।