জৈন্তাপুরে পিকআপসহ ৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ ॥ আটক এক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৩, ১১:৫৩:৪৮ অপরাহ্ন
![<span style='color:#000;font-size:18px;'>জৈন্তাপুরে পিকআপসহ ৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ ॥ আটক এক</span><br/> <span style='color:#000;font-size:18px;'>জৈন্তাপুরে পিকআপসহ ৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ ॥ আটক এক</span><br/>](https://sylheterdak.com.bd/wp-content/uploads/2021/01/sylheterdak-5-768x406.jpg)
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জৈন্তাপুরে একটি ডিআই পিকআপ গাড়িসহ ৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ ও ১ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় জৈন্তাপুর ইউনিয়নের শ্রীপুর চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গাড়ি জব্দসহ চালক ইলিয়াছ আহমদ সবুজকে (২০) আটক করে। সে আগফৌদ এলাকার রহমত উল্লাহর পুত্র।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, চুরি, ডাকাতি, চোরাই মালামাল উদ্ধার, চোরাচালান রোধ ও চোরাচালান ব্যবসার সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত এবং গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, আটক গাড়ি চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।