স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল হানিফ কুটুর গণসংযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৩, ৪:৩৪:৫৪ অপরাহ্ন
স্বতন্ত্র মেয়রপ্রার্থী আব্দুল হানিফ কুটু সিলেট নগরীকে একটি স্মার্ট জনবান্ধব জলাবদ্ধতা দুর্নীতিমুক্ত নগর হিসেবে গড়ে তুলতে ঘোড়া মার্কায় ভোটদানের আহবান জানিয়েছেন। তিনি বলেন, নগর উন্নয়নসহ যে কোন অন্দোলনে নগরবাসীর পাশে ছিলাম, পাশে থাকবো। তিনি গতকাল জিন্দাবাজারে রাজা ম্যানশনসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন দিলওয়ার হোসেন, হুমায়ুন মজিদ টিটু, এনামুল হক চুনু, উবায়েদ হোসেন, জৌলুস চৌধুরী প্রমুখ।