সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৩, ৫:১৭:৪১ অপরাহ্ন

সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের ২০২২-২৩ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে গ্রুপের প্রধান কার্যালয়ে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।
গ্রুপের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল হামিদ এর সভাপতিত্বে সভায় ২০২২-২৩ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন। ২০২১-২২ সালের গ্রুপের অডিটকৃত হিসাব ও ২০২৩-২০২৪ সালের সম্ভাব্য বাজেট পেশ করেন গ্রুপের অর্থ-সম্পাদক জয়দেব চক্রবর্তী।
বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনায় অংশ গ্রহণ করেন গ্রুপের সাবেক সভাপতি হাজী মো. দিলওয়ার হোসেন, ফালাহ উদ্দিন আলী আহমদ, আলহাজ¦ আব্দুল মালিক মারুফ, মো. মোস্তাফিজুর রহমান, মো. আরিফ হোসেন, মো. আলতাফ হোসেন, সঞ্জয় কান্তি দাস, মো. নুরুল ইসলাম প্রমুখ।
সভায় সংগঠনকে আরো গতিশীল ও কার্যকর করতে মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়। আর অডিট রিপোর্ট ও বাজেটের উপর আলোচনা এবং পর্যালোচনার পর তা গৃহিত হয়। সভায় ২০২২-২০২৩ সালের গ্রুপের হিসাব নিরীক্ষার জন্য অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ সংক্রান্ত বিষয়ে আলোচনার পর গ্রুপের ২০২২-২০২৩ সালের হিসাব নিরীক্ষার জন্য অডিটর হুদা হোসাইন এন্ড কোং, চাটার্ড একাউন্টেন্টস্ কে হিসাব নিরীক্ষক নিয়োগ দানের সিদ্ধান্ত হয়।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. জাহাঙ্গীর মিয়া।-বিজ্ঞপ্তি