সিলেটে প্রি-পেইড গ্যাস মিটার স্থাপনের কাজ শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৩, ৬:৫২:১৪ অপরাহ্ন
সিলেটে আবাসিক খাতে প্রি-পেইড গ্যাস মিটার স্থাপনের কাজ শুরু হয়েছে। জালালাবাদ গ্যাস কোম্পানি শুধুমাত্র মিটার ও মিটার স্থাপনের কাজে ব্যবহৃত পাইপ ফিটিংস বিনামূল্যে দিয়ে গ্রাহক আঙিনায় মিটার স্থাপন করবে। শুধুমাত্র ১টি চুলা দ্বারা যেসকল গ্রাহকগণের গ্যাস সংযোগ রয়েছে, সে সকল গ্রাহককে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ সম্পূর্ণ বিনামূল্যে মিটার স্থাপন করে দেবে। মিটার স্থাপন কাজে যারা নিয়োজিত থাকবে তাদের সাথে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য জালালাবাদ গ্যাস কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এসোসিয়েশন-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে সকল গ্রাহক আঙিনায় দুই/বা ততোধিক চুলার মাধ্যমে গ্যাস সংযোগ রয়েছে তাদের ক্ষেত্রে জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিঃ এর তালিকাভূক্ত ১.১ শ্রেণির ঠিকাদার নিয়োগ করে প্রি-পেইড মিটার স্থাপনের কাজ সম্পন্ন করতে হবে। জালালাবাদ গ্যাসের তালিকাভুক্ত ঠিকাদার ব্যতীত অন্য কারো সাথে আর্থিক লেনদেন করবেন না। প্রি-পেইড মিটার স্থাপন কাজসহ গ্যাস সংযোগ সংক্রান্ত যে কোন কাজের ক্ষেত্রে জালালাবাদ গ্যাসের তালিকাভুক্ত ঠিকাদার বা ঠিকাদার প্রতিনিধি কিনা পরিচয়পত্র দেখে তা যাচাই করে নেবেন।