মাদকের চালান দেখে ফেলায় যুবককে পিটিয়ে জখম, ধামাচাপার চেষ্টা!
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৩, ৪:২০:০০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: কার্টন ভরা মাদকের চালান বহন করছিল একদল মাদক কারবারী। টর্চের আলোয় তা দেখে ফেলেছিল এক যুবক। এতেই ঘটে বিপত্তি। ক্ষিপ্ত হয়ে ওই যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা করে মাদক কারবারীরা।
গত ২৭ সেপ্টেম্বর রাতে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন কমপ্লেক্সের নিকটে ঘটনাটি ঘটে। ঘটনার পর মামলা করতে যায় পরিবার। কিন্তু থানা মামলাটি নিতে চায়নি। উল্টো ভিকটিমের পরিবারকে শাসানো হয়। বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টাও চলে। কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপের ফলে সেটি সম্ভব হয়নি। গতকাল সোমবার এ ঘটনায় দায়েরকৃত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়।
মামলার বিবরণ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর রাতে মাছ শিকারে বের হন উত্তর রাজনগর গ্রামের বিলাল (২৪)। ফেরার পথে পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নিকটে মাদক কারবারীদের কবলে পড়েন তিনি। ১০-১২ জনের কারবারীরা তখন মাদকদ্রব্য বহন করছিলেন। টর্চ লাইটের আলোয় দেখে ফেলায় ক্ষিপ্ত হয়ে বিলালকে বেধড়ক পিটায় তারা। স্থানীয় কয়েকজন এমন দৃশ্য প্রত্যক্ষ করলেও মাদক কারবারীদের ভয়ে কেউ বিলালকে রক্ষায় এগিয়ে আসেননি। মারধরের একপর্যায়ে বিলাল জ্ঞান হারিয়ে ফেললে মৃত ভেবে তাকে রাস্তায় ফেলে রেখে তারা চলে যায়।
পরে তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ হাসপাতালে পরবর্তীতে সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার মাথায় গুরুতর জখম হওয়ায় ৪১টি সেলাই করতে হয়েছে।
ভিকটিমের মা আজিরুন জানান, ঘটনার পর লিখিত অভিযোগ নিয়ে থানায় যান তিনি। তার সঙ্গে দুর্ব্যবহার করে তাকে থানা থেকে বের করে দেওয়া হয়। ঘটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। এই বিষয় নিয়ে বেশি মাতামাতি করলে বিপদ হবে বলে হুমকি দেয় মাদক কারবারীরা। পরে কিছু ব্যক্তির সহযোগিতায় এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে মামলা নেয় পুলিশ। ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান আজিরুন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, বিলাল খারাপ প্রকৃতির লোক। তদন্তের পর মামলা নিতে বলেছি। মামলা নেওয়া হবে না এমন কথা বলিনি।
সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) সাহিদুর রহমান বলেন, ঘটনাটি জানার পরই মামলা নিতে কোম্পানীগঞ্জ থানাকে নির্দেশ দেন তিনি।