কোম্পানীগঞ্জে নামফলক ভাঙায় মামলা ॥ গ্রেফতার ৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৩, ১:১০:৩৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জে মন্ত্রী ইমরান আহমদের নামে করা দলইরগাঁও-টাইয়াপাগলা-পুটামারাবাজার সড়কের নামফলক ভাঙার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত রোববার রাতে এলজিইডির কোম্পানীগঞ্জ অফিসের অফিস সহায়ক আবু বক্কর বাদী হয়ে মামলাটি (মামলা নং- ০২) করেন। মামলায় একাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো- কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল গ্রামের রকিব (৩৫), মতিউর রহমান (৫৫), তাজুল ইসলাম (৩০), কায়েতগাঁও গ্রামের কামরুল ইসলাম (৩০) ও বর্ণি গ্রামের আখতারুজ্জামান (৩০)।
গত শনিবার রাতের অন্ধকারে দলইরগাঁও-টাইয়াপাগলা-পুটামারা বাজার সড়কের নামফলক ভেঙে ফেলে দুর্বৃত্তরা। গত রোববার সকাল ৯টায় মন্ত্রী ইমরান আহমদ সড়কটির পুনর্বাসন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা ছিল। এর আগেই বিষয়টি জানতে পারেন তিনি। স্থানীয়রা উপজেলা প্রশাসন ও থানা পুলিশকেও ঘটনাটি জানায়।
এদিকে, মন্ত্রী ইমরান আহমদের নামে দলইরগাঁও রাস্তার মুখে ভাঙা ফলকটির স্থানে নতুন করে আরেকটি ফলক স্থাপন করা হয়েছে। গত রোববার কোম্পানীগঞ্জে মন্ত্রীর অবস্থানকালীন সময়েই নতুন করে ফলক স্থাপিত হয়। পরে মন্ত্রী এটি উন্মোচন করেন। এলজিইডির কোম্পানীগঞ্জ উপজেলা প্রকৌশলী আসিফ খান রাবি বিষয়টি নিশ্চিত করেছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ফলক ভাঙার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।