জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৩, ১:৫৭:৪৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : বিএনপির আন্দোলনের সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এবং ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।
বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এ ঘটনার নিন্দা এবং অবিলম্বে এহসানুল হুদাকে ছেড়ে দিয়ে জনসমক্ষে হাজির করার আহ্বান জানান।
গতকাল শনিবার বিকেলে ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে ১২ দলীয় জোটের উদ্যোগে আলোচনা সভায় যোগ দেয়ার জন্য তিনি সেখানে গিয়েছিলেন।