তাহিরপুর সীমান্তে চোরাই কয়লা আহরণ
মাটি চাপায় বাংলাদেশী যুবকের মৃত্যু আহত ২, বিএসএফের হাতে আটক ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৩, ১২:২৬:৫১ অপরাহ্ন
তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : তাহিরপুর উপজেলার বালিয়াঘাট সীমান্তের ওপারে ভারতীয় অংশে কয়লার গুহা থেকে চোরাই কয়লা আনতে গিয়ে গুহার মাটি চাপা পড়ে নুরুল হক (২০) নামের এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা আরও ২ জন গুরুতর আহত হয়েছেন এবং রুবেল মিয়া (২০) নামের এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিহত যুবক উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন লাকমা পশ্চিম পাড় এলাকার খালেক মিয়ার ছেলে। আহতদের নাম জানা সম্ভব হয়নি।
গতকাল রোববার সকাল ৯ টায় এ দুর্ঘটনাটি ঘটেছে বালিয়াঘাট সীমান্তের লাকমা এলাকার ১১৯৭ পিলার সংলগ্ন ভারতীয় অংশে। পরে স্থানীয় গ্রামবাসী একঘণ্টা চেষ্টার পর সকাল ১০টায় ঘটনার স্থল ভারত সীমান্তের জিরো পয়েন্টে থাকা চোরাই কয়লার গুহার ভিতর থেকে নিহত যুবক নুরুল হকের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
অন্যদিকে, গতকাল রোববার সকালে টেকেরঘাট সীমান্তের ১২০০ পিলার সংলগ্ন রজনী লাইন এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতের শিবপুর এলাকায় গিয়ে চোরাই কয়লার বস্তা নিয়ে আসার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রজনীলাইন গ্রামের আব্দুল মোতালিবের ছেলে রুবেল মিয়া (২০)।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল রোববার ভোরে নিহত নুরুল হকসহ ৭/৮ জনের একটি কয়লা শ্রমিকের গ্রুপ চোরাই পথে বালিয়াঘাট সীমান্তের ১১৯৭ পিলার সংলগ্ন লাকমা এলাকায় ভারতীয় সীমান্তে থাকা চোরাই কয়লার গুহার (কয়লা কোয়ারী) ভিতর গিয়ে কয়লা আনতে যায়। সকাল ৯ টায় গুহার ভিতর থেকে কয়লার বস্তা নিয়ে বেরিয়ে আসার সময় হঠাৎ গুহার মাটি ধসে নুরুল হকের উপর পড়লে গুহার মাটি চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নুরুল হকের সাথে থাকা আরও ২ জন কয়লা শ্রমিক গুরুতর আহত হয়।
এ বিষয়ে জানতে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি বালিয়াঘাট সীমান্ত ফাঁড়ির দায়িত্বে থাকা নায়েক সুবেদার রায়হানের বক্তব্য জানতে তার মুঠোফোনে বারবার ফোন করেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরাই পথে ভারতে গিয়ে কয়লা আনতে প্রায়ই এরকম দুর্ঘটনা ঘটছে। এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা রোধে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান তিনি।