বিএনপির চতুর্থ দফা অবরোধের শেষ দিন
সড়কে আগুন : ছেড়ে যায়নি দূরপাল্লার গাড়ি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৩, ৯:৪৪:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বিএনপির চতুর্থ দফায় ডাকা অবরোধের দ্বিতীয় দিন গতকাল সোমবার সিলেটে সড়কে খড় ও প্লাস্টিকের ঝুড়ি ফেলে আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে। সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দুটি স্থানে এ ঘটনা ঘটে। অন্যদিকে বিকেল পর্যন্ত সিলেট থেকে দূরপাল্লার যাত্রীবাহী কোনো গাড়ি ছেড়ে যায়নি। অবশ্য সন্ধ্যার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমা মোগলাবাজার এলাকায় গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে বাঁশ ফেলে প্লাস্টিকের ঝুড়ি ও খড়ে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন অবরোধ সমর্থনকারী ব্যক্তিরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন ও বিক্ষোভ করেন। পরে সকাল আটটার দিকে একই সড়কের কটালপুর এলাকায় খড় ও বাঁশ ফেলে আগুন দেন একদল যুবক। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে অবরোধ সমর্থনকারী ব্যক্তিরা চলে যান।
এদিকে, বিকেল পর্যন্ত সিলেট থেকে দূরপাল্লার যাত্রীবাহী কোনো গাড়ি ছেড়ে যায়নি। নগরের ভেতর ও নগর থেকে বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশা এবং প্রাইভেট কার চলাচল করেছে, তবে তা স্বাভাবিক দিনের তুলনায় কম ছিলো। এ ছাড়া লেগুনা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। অপরদিকে, নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসের কাউন্টারগুলোয় তেমন যাত্রী দেখা যায়নি। কাউন্টার এলাকায় পরিবহন শ্রমিকদের খোশগল্প চোখে পড়ে। কিছু যাত্রী ছোট পরিবহনে ভেঙে ভেঙে দূর গন্তব্যে ছোটেন। এছাড়া নগরীর বিভিন্ন মোড়ে পুলিশের অবস্থান দেখা গেছে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, সিলেট মহানগর এলাকার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ তৎপর ছিল।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, যত দিন দাবি আদায় হচ্ছে না, তত দিন তারা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন। তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে দমাতে নেতা-কর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে। নেতাকর্মীদের বাসা বাড়িতে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানান তিনি।
অন্যদিকে গতকাল সোমবার দুপুরে বিএনপির কেন্দ্র আহুত ৪র্থ দফার টানা ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিনে নগরীর নয়াসড়ক এলাকায় মিছিল করেছে মহানগর বিএনপি। মিছিল পরবর্তী সমাবেশ পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। মিছিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, নজিবুর রহমান নজিব, মহানগর আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহবুব কাদির শাহী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুর্শেদ আহমদ মুকুল প্রমুখ।