খালোরমুখে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
হরতাল-অবরোধ দিয়ে উন্নয়ন থামানো যাবে না : এমপি হাবিব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৩, ১০:২৯:১০ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। হরতাল-অবরোধ দিয়ে সরকারের উন্নয়ন থামানো যাবে না। যারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় তারা জনগণের কল্যাণ চায় না। আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় এবং আমাকে নৌকা মার্কা ভোট দিয়ে নির্বাচিত করায় আমার নির্বাচনী এলাকায় উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে হবে।
এমপি হাবিবুর রহমান হাবিব গতকাল সোমবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার খালোরমুখ বড়ভাগা নদীর উপর ৮ কোটি ২৯ লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ অলিদুর রহমানের সভাপতিত্বে ও মোগলাবাজার ইউপি সদস্য আইয়ুব হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন পিপি।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, সিলাম ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী আব্দুস শহীদ মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিসবাহ আহমদ তালুকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, সদস্য আতিকুর রহমান শিপন, কয়েছ আহমদ, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হাই আতিক, সিলাম ইউপি সদস্য আলতাফ হোসেন, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল জব্বার, ২নং ওয়ার্ড আওয়াীলীগ সভাপতি নজির আলী নজই, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, খালোরমুখ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমদ, মোগলাবাজর ইউপি সদস্য ফারুক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এম. জাবেদ আহমদ।
উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সরকারি কালেজের প্রভাষক নিরূপম চক্রবর্তী শুভ্র, মহানগর জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ টিপু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কিবরিয়া আহমদ অপু, আওয়ামীলীগ নেতা তুহিন চৌধুরী, আক্তার হোসেন, মুজিবুর রহমান, অটেরিক্সা (সিএনজি) মালিক সমিতির সভাপতি শাহ দেলওয়ার হোসেন, রাজু আহমদ, আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মিনহাজ উদ্দিন নান্নু।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানের দক্ষিণ সুরমা খালোরমুখ থেকে কলারতল ভায়া লালাবাজার রাস্তার বড়ভাগা নদীর উপর সেতু নির্মিত হবে।