হবিগঞ্জে মহিলা দলের সভাপতি ও সম্পাদকসহ ৩ জন গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৩, ১০:৫১:২২ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ফাতেমা আক্তার ও সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানাসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১১টার দিকে বাইপাস সড়কের বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মহিলা দলের সভাপতি-সম্পাদক ছাড়া অন্যজন হলেন জেলা মহিলা দলের সদস্য সুমা আক্তার।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শিমু চৌধুরী অভিযোগ করে বলেন, ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে দলের শান্তিপূর্ণ কর্মসূচি থেকে পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে গেছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন- বিএনপি ঘোষিত অবরোধ কর্মসূচির নামে ওই তিনজন শহরের বাস টার্মিনাল এলাকায় নাশকতার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের নামে একাধিক মামলা রয়েছে।