ওয়ার্ল্ডকাপ সেমিফাইনাল
অপরাজেয় ইন্ডিয়াকে আজ চ্যালেঞ্জ জানাবে নিউজিল্যান্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ১১:০২:০০ অপরাহ্ন
বদরুদ্দোজা বদর : ইন্ডিয়ার সামনে নিউজিল্যান্ড। কথাটা কি এ রকম হয়ে গেল ‘বাঘের সামনে মহিষ’? বলা যায়- এ রকমই। প্রথম পর্বে ৯ ম্যাচের প্রতিটিতে দূর্দান্ত জয় নিয়ে সেমিফাইনালে ইন্ডিয়া।
অপরদিকে, পাকিস্তান আর ইংল্যান্ডের বাজে পারফরমেন্সের কারণে নিউজিল্যান্ড শেষ পর্যন্ত শেষ চারে। আফগানিস্তান আর দুইটা ম্যাচ জিততে পারলে তারাই থাকতো আজ মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যাই হোক না কেন উইলিয়ামসন আর তার ব্যাটারদের আজ সামলাতে হবে এই মুহূর্তে একটি ওয়ার্ল্ডক্লাস বোলিং স্কোয়াডকে। ইন্ডিয়ান বোলাররা এবার আগুনঝরা বোলিং করেছেন।
মুহাম্মদ সামি, মুহাম্মদ সিরাজ, জসপ্রিত বুমরাহ, কূলদিপ যাদব ও রবিন্দ্র জাদেজা সবাই দূর্দান্ত ফর্মে আছেন। কিন্তু আজ খেলা হবে বাউন্সি উইকেটে। কয়েকটি ম্যাচ হারার পর নিউজিল্যান্ডের ব্যাটাররা কিন্তু ছন্দে ফিরেছেন। বিশেষ করে তরুণ প্রতিভা রাচিন রাবিন্দ্র তো এক কথায় অসাধারণ। ক্যাপ্টেন উইলিয়ামসন, টম লেথাম, ডেরিল মিচেলের ব্যাটে ক্লিক করলে বাউন্সি উইকেটে ইন্ডিয়ান বোলারদের ভালোই মোকাবেলা করতে পারবেন তারা। বড় স্কোর করা তখন অনেকটাই সহজ হয়ে যাবে।
রোহিত শর্মা, শুভমান, কোহলি, আয়ার, রাহুল আর সূর্য কুমার এদের ব্যাট ঝলসে উঠে মাঠে নামলেই। ৫০ ওভার শেষে দেখা যায় স্কোর বোর্ডে বিশাল সংগ্রহ। কিন্তু আজকের খেলা সেমিফাইনাল। নিউজিল্যান্ডের রয়েছে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি আর লকি ফারগুসনের মতো গতি সম্পন্ন পেসার। সাথে থাকবে মিচেল সান্টনারের মতো স্পিনার। রাচিন ও খুব ভালো বল ঘুরাতে পারে।
মুম্বাইয়ে বাউন্সি উইকেট থেকে দুই টিমই ফায়দা নিতে চাইবে। হয়তো আজকের ম্যাচটি ডমিনেট করবে বোলাররাই।
এবারের ওয়ার্ল্ডকাপে বেশিরভাগ ম্যাচই একপেশে হয়েছে। আজকের সেমিফাইনালে ব্যাটে বলে ঝড় উঠুক, নাটকীয়তায় আর উত্তেজনায় শেষ হোক ম্যাচ।