ছাতকে শামীম চৌধুরীর নেতৃত্বে উন্নয়ন ও শান্তি সমাবেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ১১:১২:১০ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যে বিরুদ্ধে ছাতকে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমদ চৌধুরী বলেছেন, আগুন সন্ত্রাসী বিএনপি-জামায়াতকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে দেশবাসী। বিএনপি- জামায়াতের অবরোধের নামে অগ্নিসন্ত্রাস প্রতিহত করতে জনগণ রাজপথে নেমে এসেছে। এদেশের শান্তিপ্রিয় মানুষ জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও নেতৃত্বের প্রতি আস্থাশীল।
গত সোমবার বিকেলে ছাতকে উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামীম চৌধুরী এসব কথা বলেন। সভা শেষে একটি শান্তি মিছিল শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আজমল হোসেন সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, ছাতক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, কাউন্সিলর নাজিমুল হক, আওয়ামী লীগ নেতা রেজা মিয়া তালুকদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য শাহীন আহমেদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা আশিকুল ইসলাম আশিক, নূরুল হক, রুহুল আমিন তালুকদার, জয়নাল আবেদীন, আফতাব উদ্দিন, প্রণয় কুমার আচার্য্য মুন্না, এবাদুল হক এমাদ, কামাল উদ্দিন, আফিক আলী, আজিজুর রহমান, সাবেক কাউন্সিলর ধন মিয়া, আবুল হায়াত, সুন্দর আলী বুলবুল, শাহীন মিয়া চৌধুরী, রেদোয়ানুল হক আরজু, আব্দুল মমিন প্রমুখ।