প্যারোলে জামিন পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন হবিগঞ্জ বিএনপি নেতা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ১১:৩০:২৯ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি : বানিয়াচং উপজেলার ২নং ইউনিয়ন বিএনপি সভাপতি হারুন রশীদ লস্কর প্যারোলে জামিন পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন। গত সোমবার উপজেলার আমিরখানী হাফিজ খানা মাঠে বাদ জোহর তার স্ত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তিনি ৪ ঘণ্টার জন্য জামিন পেয়ে এ জানাজায় অংশ নেন।
আসামীপক্ষের এডভোকেট হাফিজুল ইসলাম জানান, রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপি নেতা হারুন রশীদ লস্করের অসুস্থ স্ত্রী। গত সোমবার নামাজে জানাজায় অংশ নেওয়ার জন্য হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্যারোলে জামিনের আবেদন করা হয়। এতে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন। পরে ধুলিয়াখালস্থ হবিগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশের একটি দল তাকে বানিয়াচং নিয়ে যায়। সেখানে তার স্ত্রীর দাফনের পর আবারও তাকে কারাগারে নিয়ে আসে পুলিশ।
বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মারুফ বলেন, মিথ্যা অভিযোগে দায়েরকৃত মামলায় হারুন রশীদ লস্করকে পুলিশ গত ২৯ অক্টোবর গ্রেফতার করেছে। তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি মারা গেলে প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশগ্রহণ করেন হারুন রশীদ লস্কর।