নগরীর শেখঘাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ১১:৪৬:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরীর শেখঘাট থেকে পপি বেগম (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে কতোয়ালি থানা পুলিশ।
পপি মেজরটিলা শ্যামলী আবাসিক এলাকায় আলফু মিয়ার মেয়ে। তিনি তার স্বামী মিঠন মিয়ার সাথে শেখঘাট এলাকার একটি বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করতেন।
থানা সূত্রে জানা যায়, দুই মাস আগে পপি বেগম ও মিঠন মিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত সোমবার রাত ৮টার দিকে বসতঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় পপিকে দেখতে পেয়ে স্বজনরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতালে আসেন পপির বাবা ও আত্মীয় স্বজন। পপির পরিবারে পক্ষ থেকে অভিযোগ ওঠে নির্যাতনে মৃত্যু হয়েছে তার। এ ঘটনায় স্বামী ও ভাসুরকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
কোতোয়ালি মডেল থানার মোহাম্মদ আলী মাহমুদ জানান, এ ঘটনার এখনো কোন মামলা দায়ের হয়নি। অভিযোগের প্রেক্ষিতে পপির স্বামী ও ভাসুরকে আটক করা করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।