বিয়ানীবাজার গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৩, ১:২৭:৩৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার সারাদেশে ২৪টি মন্ত্রণালয় এবং বিভাগের ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। তিনি সিলেট গ্যাস ফিল্ডস লি: এর কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।
উদ্বোধনকৃত প্রকল্পগুলো হচ্ছে- সিলেট ৯ নং কূপ (মূল্যায়ন-উন্নয়ন) খনন, সিলেট-৮ বিয়ানীবাজার ১ ও কৈলাশটিলা ৭ নং ওয়ার্কওভার কূপ এবং সিলেট ১০নং (অনুসন্ধান কূপ) খনন ইত্যাদি।
এদিকে, বিয়ানীবাজার-১ গ্যাসক্ষেত্রের একটি কূপ ওয়ার্কওভার (পুনঃখনন) কাজের উদ্বোধনের মধ্যদিয়ে উৎপাদনে যায় দীর্ঘদিন পরিত্যক্ত থাকা গ্যাস কূপটি। গতকাল মঙ্গলবার সকালে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত এই প্রকল্প গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে দেখে এখন আর কেউ বলতে পারবে না এদেশ দরিদ্র দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ, হাত পেতে চলার দেশ। আমরা এখন একটা মর্যাদাসম্পন্ন দেশে পরিণত হয়েছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। পেট্রোবাংলার হিসাব অনুযায়ী, কূপটি উৎপাদন শুরু করায় জাতীয় গ্রিডে বিয়ানীবাজার গ্যাস ফিল্ড থেকে দৈনিক ৮-৯ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের মহাব্যবস্থাপক (কোম্পানি সচিব) প্রকৌশলী মো. ফারুক হোসেন জানান, সিলেট-৮, বিয়ানীবাজার-১ ও কৈলাশটিলা ৭নং কূপ ওয়ার্কওভার করে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এই তিনটি কূপ থেকে জাতীয় গ্রিডে প্রায় ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে পারছি।
তিনি আরো বলেন, দেশে গ্যাস সরবরাহ সংকট কাটাতে নতুন কূপ খনন, উৎপাদনে থাকা কূপের সংস্কার এবং পরিত্যক্ত কূপ পুনঃখননের উদ্যোগ নেয় পেট্রোবাংলা। এরই আওতায় বিয়ানীবাজার-১ কূপটির ওয়ার্কওভারের কাজ শুরু হয়। পরে বাপেক্স ওই কূপে অনুসন্ধান কাজ চালিয়ে গ্যাসের মজুদ পায়।
এসজিএফসিএল সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপটি চার দশক আগের। ১৯৮১ সালে এ গ্যাস ফিল্ডে কূপ খনন শুরু হয়। এরপর গ্যাস ফিল্ডটি থেকে গ্যাস তোলা শুরু হয় ১৯৯১ সালে। ২০১৪ সালে কূপটির সরবরাহ কমলে একপর্যায়ে গ্যাস উত্তোলনও বন্ধ হয়ে যায়। ২০১৬ সালে কূপটি পুনরায় উৎপাদনে এলেও ওই বছরের শেষ নাগাদ তা আবারো বন্ধ হয়ে যায়। ২০১৭ সাল থেকে কূপটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। পেট্রোবাংলার গ্যাস মজুদের তথ্য অনুযায়ী, বিয়ানীবাজার গ্যাস ফিল্ডে ৯২ বিসিএফ (ডিসেম্বর-২০২১ পর্যন্ত) গ্যাস মজুদ রয়েছে। গ্যাসক্ষেত্রটিতে ২০৩ বিসিএফ গ্যাসের মজুদ আবিষ্কার হলেও এখন পর্যন্ত কূপটি থেকে ১১১ বিসিএফ গ্যাস উত্তোলন করা হয়েছে।
পেট্রোবাংলা ২০২২-২৩ অর্থবছরের মধ্যে মোট ১৬টি কূপ খনন, উন্নয়ন ও সংস্কারের পরিকল্পনা নিয়েছিল। এর মধ্যে বিয়ানীবাজার-১ কূপটিও ছিল।
জৈন্তাপুর থেকে নিজস্ব সংবাদদাতা জানান, সিলেট গ্যাস ফিল্ডস লি: এর প্রধান কার্যালয় জৈন্তাপুর উপজেলায় অবস্থিত (পানিছড়া হরিপুর)-এ কোম্পানির মিলনায়তন হলে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সিলেট গ্যাস ফিল্ডস লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, পরিচালক মো. গোলাম মোস্তফা, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদসহ সিলেট গ্যাস ফিল্ডস লি: কোম্পানীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ।
সুধী সমাবেশে বক্তব্য রাখেন কোম্পানির পরিচালক মো: গোলাম মোস্তফা, দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার সম্পাদক ফারুক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, গোয়াইনঘাট উপজেলার আলীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সিলেট গ্যাস ফিল্ডস লি:-এর কর্মচারী লীগ (সিবিএ)’ র সভাপতি মো: হারুন, সাধারণ সম্পাদক মো: আব্দুস সোবহান, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলামসহ কোম্পানির কর্মকর্তাগণ।
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, দেশের বিভিন্ন প্রকল্পের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গোলাপগঞ্জের বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে কৈলাশটিলা গ্যাস ফিল্ডের নতুন কুপ খনন ও পুন খনন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের সভাপতিত্বে ও সমবায় অফিসার ছদরুল ইসলামের পরিচালনায় সিলেট গ্যাস ফিল্ড আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন। আরো বক্তব্য রাখেন খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাফিজুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা
পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন অর রশীদ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সিলেট গ্যাস ফিল্ডের জিএম (অপারেশন) আব্দুল জলিল প্রামাণিক, গ্যাস ফিল্ডের নতুন কূপ খননের পিডি ফরহাদুজ্জামান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিল্লুর রহমান, বাঘা ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, গোলাপগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান তমজ্জুল আলী তোতা মিয়া, ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল হানিফ খান, বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল আহমদ, আমুড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু প্রমুখ।