শাহপরানে লেগুনায় আগুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৩, ১১:৩৮:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরান এলাকায় রাস্তায় দাঁড় করিয়ে রাখা একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে কোন হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ক্যান্টনমেন্ট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে ফায়ার ফাইটার প্রদীপ কুমার দাস সিলেটের ডাককে জানান, রাত ৮টা ৪৩ মিনিটের দিকে শাহপরানের দাসপাড়া বাজারে তারা লেগুনায় আগুন লাগার খবর পান। এরপর দমকল বাহিনী ১০/১২ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, লেগুনাটি রাস্তায় দাঁড় করানো অবস্থায় ছিল। উচ্ছৃংখল জনতা এতে আগুন দিয়েছে বলে তাদের ধারণা।
আগুনের খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।