দিরাইয়ে আনন্দ মিছিলের সময় সেতু ভেঙে ১৫ আ.লীগ নেতাকর্মী আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৩, ১১:১০:৪৯ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ড. সামছুল হক চৌধুরীর সমর্থনে আনন্দ মিছিল বের করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় মিছিলটি দিরাই বাজার সংলগ্ন চাঁনপুর গ্রামের কাঠের সেতু পারাপারের সময় এ দুর্ঘটনাটি ঘটে।
এতে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জুবায়ের (২০), লোকমান (২০), গোপাল (১৭), লুৎফুর রহমান (৬০), ফারিহাকে (৯) দিরাই উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে দিরাই-শাল্লা আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডক্টর সামছুল হক চৌধুরীর সমর্থকেরা দিরাই উপজেলার জগদল ইউনিয়নের নেতা কর্মীদের নিয়ে মোটরসাইকেলে আনন্দ মিছিল করে। মিছিলটি দিরাই বাজারে আসার সময় বিকেল পাঁচটায় চান্দপুর গ্রামের খালের উপর থাকা কাঠের সেতু পারাপারের সময় সেতুটি ভেঙে পড়ে। এতে ১৫ জন আহত হন।
স্থানীয়দের সহযোগিতায় আহতদের দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আনন্দ মিছিলটি সেতুর কাছেই শেষ হয়।
ড. শামসুল হক চৌধুরীর সমর্থক যুবলীগ নেতা মকবুল হোসেন বলেন, আমাদের নেতার নির্দেশে বাংলাদেশ নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে আমরা শতাধিক মোটরসাইকেল নিয়ে জগদল ইউনিয়ন থেকে আনন্দ মিছিলসহ দিরাই বাজারে আসার সময় পুরাতন কাঠের সেতুটি ভেঙে আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন।