নির্ধারিত সময়ে নির্বাচন হবে : পরিকল্পনামন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৩, ১১:৩২:৪১ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, নির্ধারিত সময়ে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন প্রক্রিয়ায় না এসে একটি দল গন্ডগোল লাগাতে চায়। ভেজাল লাগাতে চায়। অন্যদেশের মানুষকে এনে বিচার করতে চায়। এই বিচার আমরা মানিনা। আমাদের আইনকানুন আমরা মানি। আমেরিকা-ব্রিটিশ এরা আমাদের বন্ধু, আমাদের মালিক না।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা হাওরের মানুষ, আমরা শান্তি চাই। আমরা জ্বালাও পোড়াও চাই না। আমাদের দরকার সড়ক, ব্রীজ, স্কুল-কলেজ, বাজার, হাসপাতাল। আমাদের দরকার আরও বেশি উন্নয়ন। আমাদের প্রতি শেখ হাসিনার বিশেষ নজর আছে। তাই আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমাদের স্বার্থের জন্যই আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
বিএনপির তফসিল প্রত্যাখ্যান প্রসঙ্গে মন্ত্রী এমএ মান্নান বলেন, তারা প্রত্যাখ্যান করবে তো আগেই বলেছে। শেখ হাসিনার বৈধ সরকারকে তাড়িয়ে তারা অন্যভাবে ক্ষমতায় আসতে চায়। তারা নির্বাচন প্রক্রিয়ায় স্বস্তিবোধ করেনা। চিঠি আসছে বিভিন্ন জায়গা থেকে এটাতো বিষয় নয়। আমরা আমাদের আইন মানব, নির্বাচনের বিষয়টা পরিস্কার আমাদের আইনে আছে সে অনুযায়ী চলবে। চিঠিতো আসতে পারে কেউ না করবে না। চিঠি আসবে চিঠি পড়বো, চিঠির জবাব আমরা দিব। আমার দলের কর্তৃপক্ষ আছে তারা দিবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শাহিনুর রহমান শাহিন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হেকিম, সহ সভাপতি তেরাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা, দপ্তর সম্পাদক সেলিম রেজা, উপ দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ রুকনুজ্জামান, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান লালন, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক খান, দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিন, সাধারন সম্পাদক আবু খালেদ চৌধুরী রুবেল, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম।
এর আগে, সকালে শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এদিকে, জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, হরতাল অবরোধ দিয়ে নির্বাচন ও উন্নয়নকে আটকানো যাবে না। দেশে উন্নয়নের জোয়ার বইছে, এজন্য আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। গতকাল বৃহস্পতিবার জগন্নাথপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আনহার মিয়ার সভাপতিত্বে ও সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সীতাংশু রঞ্জন ধর সিতু, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, কাউন্সিলর সফিকুল হক, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।
এর আগে তিনি কেশবপুর, এরালিয়া বাজার, মাজেদা খানম ও আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।