তফসিল ঘোষণার প্রতিবাদে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৩, ২:১১:৩৯ অপরাহ্ন
নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, জনগণের অনুভূতির তোয়াক্কা না করে তফসিল ঘোষণা দেশে বিপর্যয় ডেকে আনবে। এই তফসিল ঘোষণা জনগণের সাথে প্রহসন ছাড়া কিছু নয়। সমঝোতা ছাড়া নির্বাচন জনগণ কোনোভাবেই মেনে নেবেনা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, সিলেট জেলা সভাপতি আলহাজ্ব নযির আহমদ, সহসভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন, আলহাজ্ব ফজলুল হক, মহানগর সহ সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, আলহাজ্ব ইসহাক আহমদ, ইসলামী ছাত্র আন্দোলনের মহানগর সভাপতি মকবুল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সহসভাপতি শামীম আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি বদরুল হকসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি